মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে আজকের (বৃহস্পতিবার) একমাত্র ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। বরিশালের হয়ে ব্যাটিং শুরু করেন ডেভিড মালান এবং জীবন মেন্ডিস।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় ম্যাচটি শুরু হয়। গত ১৩ নভেম্বর দু’দলের প্রথম সাক্ষাতে চার রানের জয় পেয়েছিল বরিশাল। ১৯৩ রানের লক্ষ্যে সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে (৬১ বলে ১২২) ছয় উইকেটে ১৮৮ করতে সমর্থ হয় রাজশাহী।
সাত দলের পয়েন্ট টেবিলে বরিশাল এখন পর্যন্ত সবচেয়ে তলানিতে রয়েছে। ১০ ম্যাচ খেলে দলটি মাত্র তিন জয়ের বিপরীতে সাতটিতেই হেরেছে। তাদের সংগ্রহ ছয় পয়েন্ট।
অন্যদিকে ড্যারেন স্যামির নেতৃত্বে থাকা রাজশাহী কিংস এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে পাঁচ জয়ের বিপরীতে সমান ম্যাচে হেরেছে। যেখানে মিরাজ-সাব্বির-মুমিনুলদের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ পয়েন্ট। আর লিগ টেবিলে তাদের অবস্থান চারে। এ ম্যাচ জিতলে তৃতীয়স্থানে থাকা খুলনা টাইটান্সকে পেছনে ফেলার সুযোগ রয়েছে দলটির। লিগ টেবিলে শীর্ষে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।
বিডি-প্রতিদিন/এস আহমেদ