নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন এবারও বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা অক্ষুন্ন রেখেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের ম্যানহাটনে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার সের্গেই কারইয়াকিনকে প্লে অফে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করেন ম্যাগনাস কার্লসেন।
২৬ বছর বয়সী কার্লসেন এ নিয়ে তৃতীয়বার বিশ্বসেরা হলেন। কারইয়াকিনের সঙ্গে ১২ রাউন্ডের লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। দশ রাউন্ডই ড্র হয়। বাকি দুই রাউন্ডে দুই জন একবার করে জয়ের দেখা পাওয়ার ম্যাচে সমতা বিরাজ করে। প্রথম দুই ম্যাচ ড্র করলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচে কার্লসেনর সাথে পেরে উঠেননি কারইয়াকিন। আর এতেই বিশ্ব চ্যাম্পিনশিপের মুকুট জিতে নিলেন কার্লসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার