গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার টেস্ট দলে বরাবরই অনিয়মিত একজন খেলোয়াড়। কিন্তু এমন একটি সময় ছিল যখন অস্ট্রেলিয়ার একদিনের ম্যাচগুলোর একাদশ তাকে ছাড়া ভাবাই যেত না। তবে গ্লেন ম্যাক্সওয়েল সাম্প্রতিককালে এতটাই ফর্ম হারিয়ে ফেলেছেন যে একদিনের ক্রিকেটেও তেমনভাবে সুযোগ পাচ্ছেন না।
তবে এবার এই মারকুটে অজি ব্যাটসম্যান ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছেন। ক্লাব ভিক্টোরিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচগুলোকে তাই তিনি বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তিনি আশা করছেন, যে আগামী বছরের ফেব্রুয়ারি- মার্চে অস্ট্রেলিযার যে দল ভারত সফরে আসবে তাতে টেস্ট দলে সুযোগ করে নিবেন তিনি। এখন দেখার বিষয় ম্যাক্সওয়েলের তার প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১০
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        