মুশফিকের বরিশাল বুলস আজ রংপুর রাইডার্সের কাছে হেরে গেছে ২৯ রানে। এই জয়ের ফলে সেরা চারে যাওয়ার লড়াইয়ে আরেকটু এগিয়ে গেল রংপুর। তাদের হাতে রয়েছে আরও একটি ম্যাচ। অন্যদিকে এই ম্যাচের ফলাফলে সেরা চারে যাওয়ার আশা শেষ হয়ে গেল বরিশাল বুলস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
ঢাকা ডায়নামাইটসই কেবল ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফের এক নম্বর জায়গা দখল করে বসে আছে। এখন ১১ ম্যাচে চিটাগং ভাইকিংস, রংপুর ও খুলনা টাইটান্সের পয়েন্ট হলো ১২। ১২ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া বরিশাল ও ১১ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া কুমিল্লার শেষ আশা তাই শেষ।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস এবং রাজশাহী কিংস।
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা