ইনজুরির কারণে টাইগার পেসার মোহাম্মদ শহীদকে নিউজিল্যান্ড সফর থেকে সরে যেতে হল। তার পরিবর্তে দলে ফিরলেন পেসার রুবেল হোসেন। নিউজিল্যান্ড সফরে মোহাম্মদ শহীদের জায়গায় থাকছেন এই অভিজ্ঞ পেসার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বাংলাদেশ দলে রুবেল হোসেনের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার দুপুরে রুবেল প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘শহীদের ইনজুরি থাকায় আমরা রুবেলকে বদলি হিসেবে নিয়েছি।’
উল্লেখ্য ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাউন্ডারি সীমানার কাছে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শহীদ। একস্ট্রা কাভার থেকে বাঁ-দিকে ছুটে এসে ডান পা দিয়ে বল থামাতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান শহীদ। চোটের কারণে এরপর আর মাঠে নামা হয়নি এ ডানহাতি পেসারের।
বিডি-প্রতিদিন/৫ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৬