আগের ম্যাচের মত এ ম্যাচেও ফেনী সকার ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তবে মুক্তিযোদ্ধাকে হটিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি।
সোমবার বিকাল তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম ম্যাচের প্রথমার্ধ থেকে দু’দল অগোছালো খেলা শুরু করে। কোন দলই চোখে পড়ার মত আক্রমন করতে পারেনি। দুই একটি আক্রমন করলেও ডি-বক্সের মধ্যে গিয়ে গতি হারিয়ে ফেলে খেলোয়াড়রা। ফলে গোল শূন্য নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
খেলার দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও গোছালো ফুটবল খেলতে শুরু করে দু’দল। খেলার ৫৪ মিনিটে রহমতগঞ্জের বদলী খেলোয়াড় দিদারুল আলম সকার ক্লাবের গোল রক্ষক ওসমান গনিকে বোকা বানিয়ে গোল করে দলকে এগিয়ে দেন। এর ঠিক ৭ মিনিটের মাথায় ৬১ মিনিটে রহমতগঞ্জের ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় সকার ক্লাব। মধ্য মাঠের খেলোয়াড় নাইজেরিয়ান ফেলিক্স চমৎকার ফ্রি-কিক থেকে গোল করে দলকে সমতায় আনেন। খেলায় সমতা আসার পর উভয় দলই গোল ক্ষুধায় মতে ওঠে। কিন্তু আর কোন দলই গোল না হওয়ায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।
আজকের ম্যাচে ড্র-র মধ্য দিয়ে ১৮ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা হটিয়ে এক পয়েন্টের ব্যবধানে চতুর্থ স্থানে উঠে গেল রহমতগঞ্জ। আর সমান সংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে ফেনী সকার ক্লাব।