২৬ মে, ২০১৭ ০৯:৩৭

বিপিএলের পঞ্চম আসরে নতুন ভেন্যু সিলেট

অনলাইন ডেস্ক

বিপিএলের পঞ্চম আসরে নতুন ভেন্যু সিলেট

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের পঞ্চম আসরে নতুন ভেন্যু হিসেবে যোগ হয়েছে সিলেট। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নতুন ভেন্যুর কথা জানান বিপিএল-এর গভর্নিং কাউন্সিল। 

ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি বিপিএলের আগামী আসরে সিলেটকেও ভেন্যু হিসেবে চায় বিসিবি। তবে আবাসন সমস্যা থাকায় এখনও এ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। 

সংবাদ সম্মেলনে সিলেট ভেন্যু নিয়ে পরিকল্পনার কথা জানান বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সিলেটের স্টেডিয়াম যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। কিন্তু শুধু ভেন্যু থাকলেই তো হবে না, যাতায়াত, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। স্টেডিয়ামের আশেপাশে হোটেল মাত্র একটা। যেখানে হয়তো চারটা দল থাকতে পারবে। আট দলকে রাখার মতো কোনো হোটেল আশেপাশে নেই। সব ঠিক থাকলে হয়তো এবার দুই-তিন দিনের জন্য বিপিএলের খেলা হতে পারে সিলেটে।

বিডি প্রতিদিন/২৬ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর