নেইমার দ্য’সিলভা স্যান্টোস জুনিয়র। তাঁকে ভয় পাননা এমন ডিফেন্ডার গোটা বিশ্বে নেই। বিশ্বের বাঘা বাঘা ডিফেন্ডারদের তিনি পরাস্ত করেন তাঁর ড্রিবলিংয়ে। কিন্তু মঙ্গোলিয়ান সুমো ফাইটার হারুমাফুজি কোহেইয়ের কাছে এভাবে পরাস্ত হতে হবে সেটা বোধহয় ভাবতে পারেননি নেইমার!
বিখ্যাত একটি জাপানি ঘড়ি কোম্পানির ব্যান্ড আম্বাসডর তিনি। তাদের হয়ে প্রচার করতে টোকিও এসেছিলেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমো জগতের কিংবদন্তি কোহেইও। অনুষ্ঠান চলাকালীন তাঁকে ঠেলে সরাবার চেষ্টা করেন নেইমার। সরানো তো দূরের কথা সুমো জগতের কিংবদন্তিকে নড়াতেই পারেননি ব্রাজিলিয়ান ফুটবল তারকা। অবশ্য ব্যাপারটা নেহাতই মজার ছলে করেছিলেন নেইমার। তবে তাঁদের এই লড়াই অবশ্য দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।
সূত্র: ডেইলি মিরর ও কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৩১ মে, ২০১৭/ ই জাহান