ক্রিস গেইলের ছায়া এবার টেনিসেও। মঙ্গলবার রোলাঁ গারোর এক নারী সাংবাদিকের সঙ্গে অশালীন ব্যবহার করলেন ম্যাক্সিমে হামোউ নামের এক টেনিস খেলোয়াড়। আর এ ঘটনার জেরে সংগঠকরা তাঁকে ফরাসি ওপেন থেকে বের করে দিয়েছেন।
পাবলো কুয়েভাসের বিরুদ্ধে ম্যাচ হারার পর হামোউ-এর সাক্ষাৎকার নিচ্ছিলেন মালি থমাস। তখনই ঘটনাটি ঘটে। আচমকা থমাসকে জড়িয়ে ধরে চুম্বন করেন ফান্সের এই খেলোয়াড়।
ইউরোস্পোর্ট চ্যানেলের এই সংবাদিক হামোউ-এর হাত থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করলেও, তাকে জোর করে ধরে রাখেন এই ফরাসি খেলোয়াড়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বের ২৮৭ নম্বর খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন সংগঠকরা। সাংবাদিক মালি থমাস পরে জানান,‘আমি যদি টিভিতে সরাসরি সম্প্রচার না করতাম,তাহলে ওকে একটা ঘুসি মারতাম।’
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৩১ মে, ২০১৭/ ই জাহান