চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নাম্বার বোলারের খেতাব পেয়ে গেলেন প্রোটিয়া পেসার কাগিসু রাবাদা। শীর্ষস্থান হারালেন তাঁরই জাতীয় দলের সতীর্থ ইমরান তাহির। প্রথম দশে নেই কোনও ভারতীয়।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন প্রোটিয়া ক্যাপ্টেন এবি ডেভিলিয়ার্স। টিম হিসেবেও এক নম্বর জয়গাটা ধরে রাখল দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে দারুণ বোলিং করে বিশ্বের এক নম্বরের তকমা ছিনিয়ে নিলেন এ প্রোটিয়া পেসার। সোমবার লর্ডসে তৃতীয় ওয়ান ডে-তে প্রথম তিন ওভারে মাত্র ১২ রানে ইংল্যান্ডের চারটি উইকেট তুলে নেন রাবাদা। তাঁর বোলিং দাপুটে দেড়শো রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন প্রোটিয়া পেসার।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৩১ মে, ২০১৭/ ই জাহান