ওয়েস্ট ইন্ডিজকে পোর্ট অব স্পেনে গতকালের ম্যাচে ১০৫ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। দুরন্ত শতরান করেছেন আজিঙ্কা রাহানে।
দারুন ব্যাটিং করেছেন অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার শিখর ধাওয়ান। তবে গতকালের ম্যাচে ব্যাট হাতে ফের নিরাশ করলেন যুবরাজ সিং। মাত্র ১৪ রানে আউট হয়ে যান তিনি। প্রথম ম্যাচে করেছিলেন ৪ রান।
গতকালের ম্যাচে অবশ্য অন্য একটি কারণে যুবরাজকে নিয়ে আলোচনা শুরু হয়। তিনি সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি পরেই ব্যাটিং করতে নেমে পড়েন।
ওই জার্সিতে যুবিকে দেখে দর্শকরা অবাক হয়ে যান। এজন্য পরে সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টার শিকার হন এই বাঁহাতি অলরাউন্ডার। তার ওই জার্সি পরা ছবি পোস্ট করে বিভিন্ন মজার মজার মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে পড়ে তার ছবি। ফিল্ডিং করতে নামার সময় অবশ্য ভুল শুধরে নেন যুবি।
বিডি প্রতিদিন/ ২৭ জুন, ২০১৭/ ই জাহান