রবিবার পোর্ট অব স্পেনে অজিঙ্ক রাহানের ১০৩ রানের ইনিংস রাতারাতি বাড়িয়ে দিয়েছে তার প্রত্যয়। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন, ২০১৯ বিশ্বকাপে রাহানে ভারতের অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন।
কোহলি বলেন, ‘‘রাহানে আমাদের দলের সেই গোত্রের ব্যাটসম্যান, যে ইনিংস ওপেন করার পাশাপাশি প্রয়োজনে মাঝের সারিতেও দারুণ ব্যাট করতে পারে। ২০১৯ বিশ্বকাপের আগে ওর এই পারফরম্যান্স আমার কাজ অনেক সহজ করে দিয়েছে।’’
সেখানেই না থেমে কোহলি আরও বলেন, ‘‘রাহানে যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে আমাদের সামনে দলে অতিরিক্ত আরও একজন বোলারকে খেলানোর সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাবে। ওর মতো ব্যাটসম্যান খুঁজে পাওয়া কঠিন।’’
ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মার জায়গায় ফিরে এসে রাহানে ফের ব্যাটে ঝড় তুলতে শুরু করেছেন। অধিনায়ক বিরাট জানান, ‘‘ও তো আমাদের একদিনের দলেরই নিয়মিত অঙ্গ ছিল। ওপরের দিকে ওর মতো দক্ষ ব্যাটসম্যান খুব কম রয়েছে। বরং আমার মনে হয়েছে ওপেনের সঙ্গে ওর মাঝের সারিতে সমান দক্ষতায় খেলার কারণে দলের ভারসাম্য অনেক বেড়ে গিয়েছে। রাহানে আমাদের দলের তৃতীয় ওপেনার।’’
রাহানের সঙ্গেই বিরাটের বিশ্বকাপের নকশায় ঢুকে পড়েছেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। ২২ বছরের কলকাতা নাইট রাইডার্স তারকার রবিবারের পারফরম্যান্স নিয়ে অভিভূত কোহলি। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে ওর মতো একজন রিস্ট স্পিনার পাওয়া আমাদের কাছে দারুণ একটা প্রাপ্তি বলে মনে হয়েছে। ওর ক্রস সিম ডেলিভারি সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছে আমার। সামনে আরও দু’টো বছর রয়েছে। মাঝের ওভারগুলিতে এমন একজন বোলারকে আমরা খুঁজছি যে প্রতিপক্ষের ওপর প্রচণ্ড চাপ তৈরি করতে পারে। তাদেরকে সঠিক ভাবে চিহ্নিত করতে হবে আমাদের।’’
শুক্রবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ। কোহলি বলেন, ‘‘প্রতিপক্ষ যেমনই হোক, আমরা দল হিসাবে ধারাবাহিক জয় বজায় রাখার ব্যাপারে খুবই সতর্ক। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-তিন বিভাগেই সেরা এবং নিখুঁত ক্রিকেট উপহার দিয়ে জয় ছিনিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।’’
বিডি-প্রতিদিন/ ২৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫