আইপিএল চলাকালীন সময়ে মহেন্দ্র সিংহ ধোনিকে টুইট করেছিলেন রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর অন্যতম কর্মকর্তা হর্ষ গোয়েঙ্কা। তার সেই টুইট নিয়ে কম সমালোচনা হয়নি। এবার হর্ষ গোয়েঙ্কা ছেড়ে কথা বললেন না বিরাট কোহলিকেও। টুইট করে ভারত অধিনায়ককে প্রবলভাবে আক্রমন করলেন। ভারতের হেড কোচ হতে গেলে যোগ্যতা কী, তাও জানিয়ে দিলেন তিনি তার টুইটারে।
ভারতের কোচের চেয়ার থেকে অনিল কুম্বলে সরে যাওয়ার পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখন নতুন কোচের সন্ধানে রয়েছে। রবি শাস্ত্রী তার বায়োডেটা পেশ করেছেন। এর অর্থ একটাই শাস্ত্রীই হয়তো ভারতের পরবর্তী কোচ হতে যাচ্ছেন। কারণ বিরাট কোহলির পছন্দের কোচ শাস্ত্রী।
এই রকম এক পটভূমিতে হর্ষ গোয়েঙ্কা টুইট করে বলছেন, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য দয়া করে আবেদন করুন। কোচের যোগ্যতা হল, সফর সূচি ঠিক করা, হোটেলের ঘর ঠিক করা এবং বিসিসিআই ও ভারত অধিনায়ক যা বলবে, তা অক্ষরে অক্ষরে মেনে চলা।
ঠিক কথাই বলেছেন হর্ষ গোয়েঙ্কা। অনিল কুম্বলের কথা শোনেননি কোহলি। ভারত অধিনায়ককে পরামর্শ দিতে গিয়ে হিতে বিপরীত হয় কুম্বলের। তা থেকেই দেওয়াল লিখন স্পষ্ট যে, ভারতের জাতীয় দলের কোচ হতে গেলে অধিনায়কের সুরে সুর মেলাতে হবে। না হলেই চেয়ার ছাড়তে হবে।
বিডি-প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫