কুম্বলে–কোহলি বিতর্ক দিন দিন ভারতের জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এবার কুম্বলে–কোহলি বিতর্কে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই এই দু’জনের বিতর্ক চরমে পৌঁছে গিয়েছিল। যার জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কোচের পদ থেকে পদত্যাগ করেন অনিল কুম্বলে।
ক্রিকেট উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলি মনে করেন, কুম্বলে–কোহলি বিতর্ক আরও ভালভাবে সামলানো উচিত ছিল। সৌরভের মতে, ‘কুম্বলে–কোহলি বিতর্ক আরও ভালভাবে সামলানো উচিত ছিল। সত্যি বলতে ব্যাপারটা ঠিকভাবে সামলানো যায়নি।’
মঙ্গলবারই কোচের পদে আবেদন করেছেন রবি শাস্ত্রী। ভারতীয় শিবির আবার কোচ হিসেবে শাস্ত্রীকেই চাইছে। সৌরভ বললেন, ‘আবেদন করার অধিকার সকলেরই আছে। প্রশাসক না হলে আমিও হয়ত কোচের পদে আবেদন করতাম।’
ভারতীয় কোচের পদে আবেদন করা সুপারিশগুলো খতিয়ে দেখার জন্য রাজীব শুক্লার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন সৌরভ। এই বিষয়ে তিনি জানান, ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সঙ্গে আলোচনা করতে হবে। বিষয়গুলো ঠিকঠাক দেখে নিতে হবে। তারপর সমাধানের রাস্তা বের করতে হবে।’
বিডি-প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১