শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত কাশ্মীরি অ্যাথলিট। অভিযুক্ত ২৪ বছর বয়সী স্নো-শ্যু খেলোয়াড় তানভির হুসেন। ফেব্রুয়ারি মাসের ‘ওয়ার্ল্ড স্নো–শ্যু চ্যাম্পিয়নশিপ’ শেষ হওয়ার দু’দিন পর, নিউ ইয়র্কের সারান্যাক গ্রামের বাসিন্দা ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নিগ্রহ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
স্নো-শ্যুয়িং প্রতিযোগিতায় যোগ দিতে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। সেখানকার এসেক্স কাউন্টি আদালতে তার বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি সেক্সুয়াল অ্যাবিউস’ ও শিশুর নিরাপত্তা লঙ্ঘন আইনে মামলা দায়ের হয়েছে। শারীরিকভাবে অক্ষম বা মানসিক ভারসাম্যহীন অথবা ১২ বছরের কম বয়সী বাধা দিতে অক্ষম কাউকে জোরপূর্বক যৌন হেনস্থা করা ‘ফার্স্ট ডিগ্রি সেক্সুয়াল অ্যাবিউস’–এর আওতায় পড়ে। এমনটাই জানিয়েছেন এসেক্স কাউন্টি আদালতের সরকারি আইনজীবী ক্রিস্টি স্প্রাগ।
তবে এমন অভিযোগে বেশ চটেছেন তানভিরের আইনজীবী ব্রায়ান ব্যারেট। তার দাবি, সংবাদমাধ্যমের নজর কাড়তে এসব তথ্য প্রকাশ করা হচ্ছে। এর আগে মার্চ মাসে ওই একই অভিযোগে তানভিরকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
উল্লাখ্য ‘ওয়ার্ল্ড স্নো–শ্যু চ্যাম্পিয়নশিপ’–এ যোগ দিতে যাওয়ার সময়ই বিতর্কের মুখে পড়েছিলেন তানভির। ক্ষমতায় এসে ৭টি মুসলিম দেশের মানুষের মার্কিন মুলুকে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তাকে ভিসা দিতে অস্বীকার করেছিল দিল্লির মার্কিন দূতাবাস।
বিডি-প্রতিদিন/ ৩ আগস্ট, ২০১৭/ তাফসীর