কয়েক বছর আগেই অস্ট্রেলিয়ার মাটিতে সাম্প্রতিককালে সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থেকেছিল বাইশ গজ স্টেডিয়াম। বাউন্সারে প্রাণ হারাতে হয়েছিল তারকা অজি ওপেনার ফিল হিউজকে।
সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে পারত বৃহস্পতিবার। কলম্বো ও সিডনির ক্রিকেট মাঠ একাসনে বসে পড়ার উপক্রম হয়েছিল ক্ষণিকের জন্য। তবে শেষ পর্যন্ত যদিও কিছুই হয়নি। ক্রিজে ব্যাট করছিলেন চেতেশ্বর পূজারা (১২)। লোকেশ রাহুল (৪৪) ছিলেন ক্রিজের অপর প্রান্তে।
শর্ট লেগে ফিল্ডিং করছিলেন কুশল মেন্ডিস। দিনের ২০তম ওভারে পুষ্পকুমারের শর্ট বল পেয়ে সপাটে পুল করেছিলেন পূজারা। সেই বল সপাটে আঘাত হানে মেন্ডিসের হেলমেটে। শটের জোর এতটাই বেশি ছিল যে হেলমেট উড়ে চলে যায় মিড উইকেটে।
তবে মেন্ডিস বেঁচে যান স্রেফ হেলমেটের কারণেই। আঘাত লাগার পরে সাময়িকভাবে স্থানু হয়ে পড়েছিলেন মেন্ডিস। সেইসময় সতীর্থ ক্রিকেটার থেকে আম্পায়াররাও ছুটে আসেন মেন্ডিসের কাছে। তবে মেন্ডিস জানান, চোট লাগেনি। তারপরে নতুনভাবে হেলমেট মাথায় গলিয়ে নেন তিনি।
বিডি-প্রতিদিন/ ৪ আগস্ট, ২০১৭/ তাফসীর