ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম ম্যাচে জয় পেয়েছে মেহেদি হাসান মিরাজদের ত্রিনবাগো নাইট রাইডার্স। নিউজিল্যান্ডের ব্রান্ডন ম্যাককুলাম ও তার স্বদেশী কলিন মনরোর তাণ্ডবে সেন্ট লুসিয়া স্টারসকে ৯ উইকেটে হারিয়েছে তারা। তবে দল জিতলেও মাঠে নামা হয়নি বাংলাদেশি অলরাউন্ডারের।
শনিবার বাংলাদেশ সময় সকালে টস হেরে ব্যাটিংয়ে নামে সেন্ট লুসিয়া স্টার। কিন্তু ত্রিনবাগো বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান তোলে ড্যারেন স্যামিরা। সর্বোচ্চ ২৬ রান করেন আন্দ্রে ফ্লেচার। আর শেষদিকে কাইল মায়ারস ২৩ রান করেন। ত্রিনবাগোর হয়ে শাদাব খান ১৫ রানে দুটি এবং ডোয়াইন ব্রাভো ২৩ রানের বিনিময়ে সমান দুই উইকেট লাভ করেন।
১৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে নারাইনের উইকেট হারলেও সহজেও জয় পায় ডোয়াইন ব্রাভোরা। দ্বিতীয় উইকেট জুটিতে ব্রান্ডন ম্যাককুলাম আর কলিন মনরোর ১৩২ রানের জুটিতে ৯ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো। ২৭ বলে ৭টি ছক্কায় করেন ৫৮ রান করেন ম্যাককুলাম। আর ৩৯ বলে ৬৬ রান করেন মনরো।
৮ আগস্ট ত্রিনিদাতে ফিরতে ম্যাচে মুখোমুখি হবে এ দুদল। ১৫ আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র আছে মেহেদি হাসান মিরাজের।
বিডি-প্রতিদিন/০৫ আগস্ট, ২০১৭/মাহবুব