হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে আর খেলতে পারবেন না শ্রীলঙ্কার পেসার নুয়ান প্রদীপ। লঙ্কান দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা শনিবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলমান টেস্ট সিরিজে আর খেলতে পারবেন না প্রদীপ। এটি গ্রেড-ওয়ান হ্যামস্ট্রিং টিয়ারের ইনজুরি। অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একমাত্র পেসার হিসেবে শ্রীলঙ্কার একাদশে ছিলেন প্রদীপ। কলম্বো টেস্টের প্রথম দিন নিজের ১৮তম ওভারের চতুর্থ ডেলিভারির পরই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করেন তিনি। এরপর আর মাঠেই ফিরতে পারেননি প্রদীপ। ওই ইনিংসে ১৭ দশমিক ৪ ওভারে ২ মেডেন নিয়ে ৬৩ রানে উইকেট শূন্য ছিলেন এই পেসার।
তবে ভারতের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ১৩২ রানে ৬ উইকেট নিয়েছিলেন প্রদীপ। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।
বিডি প্রতিদিন/৫ আগস্ট ২০১৭/এনায়েত করিম