'৯৯' সংখ্যাটা নিশ্চয়ই ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে দহন করে যাচ্ছে। কারণ মাত্র ১ রানের জন্য শতরান করা থেকে বঞ্চিত হলেন তিনি।
এর আগে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান তুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন শেষ করে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ৩৩ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ছিলেন টবি রোল্যান্ড জোন্স। শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ইংল্যান্ড বাকি চারটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ১০২ রান যোগ করতে পারে। সেটা সম্ভব হয় জনি বেয়ারস্টোর কল্যাণে।
লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে তিনি দলীয় সংগ্রহে এই রান যোগ করেন। কিন্তু দিনশেষে তিনি নিজে বঞ্চিত হয়েছেন। ৯৯ রানে আউট হন তিনি। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের ইনিংসের যবনিকাপাত ঘটে। বেয়ারস্টো ১৪৫ বলে ১৪টি চার ও ১ ছক্কায় ৯৯ রানে কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হন।
এর আগে টেস্টে তিনি নব্বই এর ঘরে আউট হয়েছিলেন একবার। সেটা ছিল ৯৫ রানের ইনিংস। আর আজ তিনি আউট হয়েছেন ৯৯ রানে। মাত্র ১ রানের জন্য বঞ্চিত হলেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি থেকে। অবশ্য তার ৯৯ রানে ভর করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৬২ রানের সংগ্রহ পেয়েছে। এই সংগ্রহ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেশ লড়াই করছে।
বিডি প্রতিদিন/ ০৬ আগস্ট ২০১৭/ ই জাহান