শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পুনরাবৃত্তিই যেন ঘটছে কলম্বোয়। সিরিজের দ্বিতীয় টেস্টেও টিম ইন্ডিয়ার দাপটে ধরাশায়ী শ্রীলঙ্কা। তবে গল টেস্টের সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টের একটাই পার্থক্য, ওই ম্যাচে সুযোগ পেয়েও শ্রীলঙ্কাকে ফলো-অন করাননি বিরাট। যার জন্য তার কম সমালোচনা হয়নি। তবে এদিন আর সেই ভুল করলেন না।
শনিবার টেস্টের তৃতীয় দিনে ১৮৩ রানে রঙ্গনা হেরাথরা অলআউট হওয়ার পর তাদের পুনরায় ব্যাট করার আমন্ত্রণ জানান বিরাট। যদিও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াই করছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। দিনের শেষে তাদের রান দু’উইকেটে ২০৯। ১১০ রান করে কুশল মেন্ডিস আউট হলেও ক্রিজে রয়েছেন ওপেনার করুণারত্নে (৯২) ও পুষ্পাকুমারা(৫)। শ্রীলঙ্কা পিছিয়ে ২৩০ রানে।
গলে কোনওরকম ঝুঁকি নিতে চাননি বিরাট। তবে কলম্বোয় রঙ্গনা হেরাথদের পরিস্থিতি আরও শোচনীয়। আর তাই এবার ফলো-অন করানো নিয়ে দ্বিতীয়বার ভাবেননি দলনেতা। এদিকে, দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট খুইয়ে ৫০ রান করেছিল লঙ্কাবাহিনী। সেখান থেকে শনিবার লাঞ্চের আগেই শ্রীলঙ্কা ব্যাটিং-অর্ডারকে গুঁড়িয়ে দেন ভারতীয় পেসার ও স্পিনাররা। অশ্বিন একাই তুলে নেন পাঁচটি উইকেট। টেস্টে এই নিয়ে ২৬বার এমন কীর্তি অর্জন করলেন তিনি। আর দুটি উইকেট ঝুলিতে ভরে নতুন নজির গড়ে ফেললেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।
এদিকে দ্বিতীয় ভারতীয় স্পিনার হিসেবে টেস্টে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। ধনঞ্জয় ডি সিলভার উইকেট নিতেই বিশ্ব ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেন তিনি। মাত্র ৩২টি টেস্ট খেলে এই নজির গড়লেন তিনি। তাঁর আগে একমাত্র অশ্বিন এই কৃতিত্বের অধিকারী ছিলেন। ২৯ টি টেস্ট খেলে ১৫০ উইকেট তুলে নিয়েছিলেন তামিলনাড়ুর স্পিনার।
তবে দ্বিতীয় ইনিংসের শ্রীলঙ্কা যেন অনেক আলাদা। শুরুতেই ওপেনার থারাঙ্গা(২)-র উইকেট হারালেও দুর্দান্ত লড়াই চালান মেন্ডিস ও করুণারত্নে। ১৩৫ বলে ১১০ রানের ইনিংস খেলে আউট হন মেন্ডিস। মারেন ১৭টি চার। এক সময় ভারতীয় বোলিংকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিল এই জুটি। তবে বিরাটকে দিনের একদম শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন হার্দিক পাণ্ডিয়া। তিনিই তুলে নেন মেন্ডিসের উইকেট। তবে মেন্ডিসের আউট হওয়ার পিছনে ঋদ্ধির দুর্দান্ত ক্যাচের প্রশংসাও করতে হবে। আর ৯২ রান করে ক্রিজে রয়েছেন করুণারত্নে। শ্রীলঙ্কা এখনও পিছিয়ে ২৩০ রানে।
বিডি-প্রতিদিন/ ৬ আগস্ট, ২০১৭/ তাফসীর