জার্মান সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। ডর্টমুন্ডকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
শনিবার ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয় বুন্দেসলিগার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বায়ার্ন ও ডর্টমুন্ড। চেনা মাঠে ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডর্টমুন্ডের ক্রিস্টিয়ান পুলিসিক। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি দলটি। ৬ মিনিট পর বায়ার্নকে সমতায় ফেরান রবার্ট লেভানডফস্কি।
এরপর ম্যাচের ৭১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আউবামেয়াং। তবে শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে বায়ার্নকে আবারো সমতায় ফেরান কিমিচিচ। নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটেও শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। তবে বায়ার্ন সবগুলো শটে গোল করতে পারলেও ডর্টমুন্ডের বার্তা গোল করতে ব্যর্থ হয়। ফলে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৭/ওয়াসিফ