কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে হোয়াইটওয়াশের ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে ভারত জয়ী হয় এক ইনিংস ও ১৭১ রানের ব্যবধানে। হার্দিক পান্ডিয়া রেকর্ডময় ম্যাচে ওইদিন অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান ধাওয়ানও।
পুরো সিরিজের ব্যাটে দারণ ছিলেন ধাওয়ান তাই সিরিজ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও উঠে তার হাতে। তবে পুরস্কার গ্রহণ করতে গিয়ে ভক্তদের মজার নাচ দেখিয়েছেন শিখর ধাওয়ান। যা ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগের মাধ্যমে।
দেখা যায়, পুরস্কার গ্রহণের জন্য ধাওয়ান যখন মঞ্চের দিকে যাওয়ার সময় নাচতে শুরু করেন ধাওয়ান।
ভিডিওটি দেখতে প্রবেশ করুন এই লিংকে-
— vineet kishor (@kishorVineet) August 14, 2017
বিডি প্রতিদিন/ ১৬ আগস্ট, ২০১৭/ ই জাহান