স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারিকে ধাক্কা মারার ঘটনায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৫ ম্যাচ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। আর এতে ভীষণ ক্ষেপেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
এক সংবাদ সম্মেলনে জিদান বলেন, 'আমি রাগান্বিত। আমরা খুবই ক্ষিপ্ত। আপনি খেয়াল করলে দেখবেন রেফারির সঙ্গে যা ঘটেছে; এজন্য রোনালদো ৫ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন না। এরকমটি ঘটতেই পারে। সত্যিই আমি ভীষণ রাগান্বিত।
তিনি আরো বলেন, 'আমরা অনেক হতাশ যে রোনালদো পাঁচ ম্যাচ খেলতে পারবে না। তার শাস্তিটা বেশিই হয়ে গেছে।'
অবশ্য এ নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করতে পারবে রিয়াল মাদ্রিদ। এজন্য ১০ দিন সময় পাচ্ছে ক্লাবটি। এ বিষয়ে জায়ান্ট কোচ বলেন, বুধবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের কমিটি বৈঠকে বসবে। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে- আমরা কি করতে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি, রোনালদো শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবে। সে আমাদের দলের মূল অস্ত্র। এখন কি হয়; দেখা যাক।
বিডি প্রতিদিন/ ১৬ আগস্ট, ২০১৭/ ই জাহান