পচেফস্ট্রুম টেস্টের দ্বিতীয় দিনে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। মুস্তাফিজুর রহমানের খাটো লেন্থের বল পুল করতে গিয়ে এলগারের ব্যাটে লেগে বল চলে যায় সোজা মুমিনুল হকের হাতে। ডাবল সেঞ্চুরি করতে না পারার এই আক্ষেপ এলগারের আগে হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের। এরা হলেন :
মুদাসসর নজর: ১৯৮৪ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন পাকিস্তানের এ খেলোয়াড়। তবে ওই ম্যাচে স্বদেশী কাশিম ওমর ২১০ রান করেছিলেন।
মুহাম্মদ আজাহারউদ্দিন : ১৯৮৬ সালে একই আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার মহাম্মদ আজাহারউদ্দিন। ড্র হওয়া ওই টেস্টে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ক্যারিয়ারে একটা ডাবল সেঞ্চুরিও নেই এ ক্রিকেটারের।
ম্যাথু এলিয়ট : ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯৭ সালে ১৯৯ করে আউট হন অস্ট্রেলিয়ার এ ব্যাটসম্যান। টেস্টে এটাই তার ক্যারিয়ার সর্বোচ্চ।
সনাথ জয়াসুরিয়া : ১৯৯৭ সালে ভারতে এসে ১৯৯ রান করে মাঠ ছাড়তে হওয়ায় খুব হতাশ হয়েছিলেন শ্রীলঙ্কার এ ক্রিকেটার। ২২৬ বল খেলে ১৯৯ করেছিলেন তিনি।
স্টিভ ওয়াহ : ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে ১৯৯ করে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার কিংবদন্তীতূল্য এ খেলোয়াড়।
অ্যান্ডি ফ্লাউয়ার: জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ১ রানের আক্ষেপে পুড়েছেন। ২০০১ সালের সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম সেই টেস্টে তিনি অবশ্য আউট হননি। অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
এই ক্লাবে আরও আছেন ইউনুস খান, ইয়ান বেল, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ এবং লোকেশ রাহুল।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা