ঘরের মাটিতে আফগানিস্তান অনুর্ধ-১৯ দলের কাছে সিরিজ হারলো বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। সিলেটে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বাংলাদেশের বাচা-মরার লড়াই। কারণ ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু টানা তিন ম্যাচ হেরে ১-৩ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। আফগানদের দেওয়া ২৩৯ রানের লক্ষ্যে ২০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ যুবারা। এতে ৩৩ রানের জয় পায় আফগান যুবারা।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও আব্দুর রসুলের নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ২৩৯ রান সংগ্রহ করে আফগানরা। বাংলাদেশি অলরাউন্ডার নাঈম হাসান ৩৮ রানে ২টি উইকেট পান।
২৪০ রানের লক্ষ্যে নেমে মাত্র ৮৭ রানেই ছয় উইকেট হারায় বাংলাদেশের যুবারা। তবে বাংলাদেশের হয়ে একাই লড়েছেন ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। হৃদয় ১০৮ বল খেলে ৯৩ রান করেন। পরবর্তীতে একের পর এক উইকেটে টাইগাররা অলআউট হয়েছে ২০৬ রানেই।
আফগানদের পক্ষে ৫২ রান দিয়ে ৪ উইকেট নেন ওয়াফাদার। ৩৬ রানে তিনটি নেন কামাওয়াল।
এর আগে সোমবার আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৭৫ রানে অলআউট হয়েছিলেন বাংলাদেশের যুবারা।
আর বুধবার চতুর্থ ম্যাচে ১৩৩ রান তাড়া করতে নেমে ৮৮ রানে অলআউট হয়ে হতাশাই বাড়ান তারা।
শেষ ম্যাচে সেরা ক্রিকেটার হন আফগান ক্রিকেটার আব্দুল রাসুল। আর সিরিজ সেরা হন মুজিব জাদরান।
বিডি প্রতিদিন/০৬ অক্টোবর ২০১৭/আরাফাত