চতুর্থবারের মতো বায়ার্ন মিউনিখের কোচ হলেন ৭২ বছর বয়সী ইয়ুপ হেইঙ্কস। নতুন চুক্তি অনুযায়ী চলতি মৌসুমের শেষ সময় পর্যন্ত ক্লাবটির কোচিংয়ের দায়িত্ব পালন করবেন এই জার্মান কোচ।
এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ৩০ জুন ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালনে রাজি হয়েছেন হেইঙ্কস। আগামী সোমবারই কোচের দায়িত্ব বুঝে নেবেন তিনি। তার সহযোগী থাকবেন পিটার হারমান ও হারমান গেরলান্ড।
প্রসঙ্গত, এর আগে কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্তের পর তার সহকারী উইলি সাইনলকে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছিল জার্মান জায়ান্টরা। তবে নতুন কোচও সুবিধা করতে পারছিলেন না। তাই দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে হেইঙ্কসকে নতুনভাবে নিয়োগ দিল দলটি।
জার্মান ক্লাবটিতে আগের মোট তিন মেয়াদে তিনটি বুন্দেসলিগা ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জিতেছেন হেইঙ্কস। বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার অভিযানে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
বিডি-প্রতিদিন/ ০৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ