পাকিস্তান জাতীয় দলের কোচ মিকি আর্থারের মেয়াদ বাড়ানো হলো। ২০১৯ সালে ইংল্যান্ডে ও ওয়েলসে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই দক্ষিণ আফ্রিকান। খবর দ্য ডনের।
পিসিবি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
সূত্র বলছে, মিকি আর্থারও তার বর্তমানে দায়িত্বে থাকা বাকি স্টাফগুলোকেও ধরে রাখতে চাইছেন। ২০১৪ সালের কোচের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ার, বোলিং কোচ আজহার মেহমুদ ও ফিল্ডিং কোচ হিসেবে স্টিভ রিক্সন দায়িত্ব নেন। ফলে তাদেরও মেয়াদ বাড়ছে বলে খবর।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর, ২০১৭/মাহবুব