বাংলাদেশের বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা। ১০৯তম ম্যাচে টেস্ট ক্যারিয়ারে ২৮তম সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। তাই সেঞ্চুরির দিক দিয়ে সাবেক অধিনায়ক গ্রাহাম স্মিথকে পেছনে ফেললেন আমলা।
১১৬ ম্যাচে ২৭টি সেঞ্চুরি নিয়ে এত দিন দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন স্মিথও। এখন সেটির মালিক হলেন আমলা।
তবে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাবেক অলরাউন্ডার জক ক্যালিস। ১৬৫ ম্যাচের ক্যারিয়ারে ৪৫টি সেঞ্চুরি করে অবসরে যান ক্যালিস। প্রোটিয়াদের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির দিক দিয়ে কেবল আমলার উপরে আছেন ক্যালিসই।
২০০৪ সালের নভেম্বরে টেস্ট অভিষেক ঘটে আমলার। ভারতের বিপক্ষে কলকাতায় ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। এরপর ব্যাট হাতে দ্যুতিই ছড়িয়েছেন আমলা। ক্যারিয়ারের ১০৯তম ম্যাচেই পেয়ে গেলেন ২৮তম সেঞ্চুরি।
বিডিপ্রতিদিন/ ০৮ অক্টোবর, ২০১৭/ ই জাহান