বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় ভারতের৷ প্রথমে বোলিং করে অস্ট্রেলিয়াকে ১৮.৪ ওভারে ১১৮ রানে বেঁধে ফেলে ভারত৷ এরপর দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ থেমে থাকে৷ শেষ পর্যন্ত ডাক-ওয়ার্থ লুইস নিয়মে বিরাটদের টার্গেট কমে দাঁড়ায় ছয় ওভারে ৪৮ রান৷
অল্পরান তাড়া করতে নেমে ধাওয়ান-কোহলির ৩৮ রানের পার্টনারশিপে তিন বল বাকি থাকতেই নয় উইকেটে জয় পায় ভারত৷ টি-টিয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর গুয়াহাটিতে৷ চার ওভার হাত ঘুড়িয়ে ১৬ রানে দু’উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব৷
একদিনের সিরিজের পর টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে অসহায় ছিল৷ শুরুতে অজি অধিনায়ক ওয়ার্নারকে ৮ রানে ফিরিয়ে জোড় ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার৷ এরপর ফিঞ্চ- ম্যাক্সওয়েল জুটি বিধ্বংসী হয়ে হওয়ার আগেই ম্যাক্সওয়েলকে সাজঘরে ফিরিয়ে অজি ব্যাটিং অর্ডারে ভাঙন ধরান চাহাল৷ মিডল অর্ডারে জোড়া উইকেট পেয়ে কোহলির শিবিরে স্বস্তি ফেরান চায়নাম্যান কুলদীপ৷
ওপেনার ফিঞ্চ ছাড়াও ভারতের মাটিতে আইপিএলে সফল হেনরিকেসের উইকেট তুলে নেন এই তরুণ স্পিনার৷ বোলিং উইকেটে কুলদীপ-চাহালের পাশাপাশি নজর কাড়লেন বুমরাহ৷ তিন ওভারে ডানহাতি পেসারের সংগ্রহ দুই উইকেট৷ বৃষ্টির কারণে ১৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ১১৮ রান৷
বিডি-প্রতিদিন/ ৮ অক্টোবর, ২০১৭/ তাফসীর