পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ৫ উইকেট হারিয়ে ৩৪ রান। তবুও দুবাই টেস্টে সুবিধাজনক জায়গায় শ্রীলঙ্কা। ২৫৪ রানে এগিয়ে রয়েছে তারা। হাতে রয়েছে ৫ উইকেট।
শ্রীলঙ্কার ৪৮২ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৬২ রানে। অর্ধশতরান করেন আজহার আলি (৫৯) এবং হ্যারিস সোহেল (৫৬)। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা ৩টি করে উইকেট পান। ২টি করে উইকেট গেল সুরঙ্গা লাকমল এবং লাহিরু গামাগের দখলে।
২২০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু পাকিস্তানের বোলারদের সামনে তাদের অসহায় দেখিয়েছে। প্রথম ইনিংসে শতরানকারী দিমুথ করুণারত্নে (৭) রান পাননি। কৌশল সিলভা (৩), দীনেশ চন্ডিমল (০) ব্যর্থ। কুশল মেন্ডিস ৮ রানে উইকেটে রয়েছেন।
পাকিস্তানি পেসারদের মধ্যে ওয়াহাব রিয়াজ ৩ উইকেট পেয়েছেন। মহম্মদ আব্বাস ও ইয়াসির শাহর দখলে ১টি করে উইকেট। ২ টেস্টের সিরিজে ১-০ এগিয়ে আছে শ্রীলঙ্কা।
বিডি-প্রতিদিন/ ৯ অক্টোবর, ২০১৭/ তাফসীর