দশম এশিয়া কাপ আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে। সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় ট্রফি।
এর আগে ১৯৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। দীর্ঘ ৩২ বছর পর ফের দশম এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।
অনুষ্ঠানে এশিয়া হকি ফেডারেশনের (এএইচএফ) সিইও তৈয়ব ইকরাম বলেন, কদিন আগেও হকির যে অবকাঠামো ছিল তার চেয়ে অনেক বেশি উন্নতি হয়েছে বাংলাদেশে। যে কারণে আন্তর্জাতিক ভেন্যুও হয়ে যেতে পারে বাংলাদেশ।
ট্রফি উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দল বাংলাদেশের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, পাকিস্তানের অধিনায়ক ইরফান, ভারতের মনপ্রীত, জাপানের ইয়ামাশিতা মানাবু কোরিয়ার অধিনায়ক জাং মানজাই এবং মালয়েশিয়া, চীন ও ওমানের অধিনায়করা।
বিডি প্রতিদিন/০৯ অক্টোবর ২০১৭/আরাফাত