প্রেগনেন্সির কারণে দীর্ঘ এক বছর টেনিস কোর্ট থেকে দূরে থাকার পর আবার হয়তো পুরোপুরি ভাবে ফিরতে চলেছেন সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার সেরেনার কোর্টে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করলেন অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ টাইলি।
এদিন সাংবাদিক সম্মেলনের পর ক্রেগ বলেন, “নিজের খেতাবকে ধরে রাখতে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে ফিরবেন সেরেনা উইলিয়ামস। টেনিস কোর্টে আমরা ওকে স্বাগত জানাতে প্রস্তুত।”
টাইলি আরও বলেন, “মানসিক এবং শারীরিক দিক থেকে যথেষ্ট ফিট সেরেনা। আট সপ্তাহ অন্তঃসত্বা থাকা অবস্থায় গত বছর অস্ট্রেলীয় ওপেনে খেলেছিল সেরেনা।”
ক্রেগ টাইলি আরও জানান, আগামী বছরের অস্ট্রেলীয় ওপেন ট্রফিতে নিজের নাম দেখতে চান সেরেনা। যেহেতু অস্ট্রেলীয় ওপেনের আদ্যক্ষর ‘এ ও’ এবং সেরেনার মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়ার নামের আদ্যক্ষরও ‘এ ও’, তাই ওই ট্রফিতে নিজের নাম দেখতে চাইছেন সেরেনা।
আগামী বছরের ১৫ জানুযারী থেকে শুরু হবে অস্ট্রেলীয় ওপেন। চলবে ২৮ জানুযারী পর্যন্ত।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর