তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ১-১ এ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড ওয়ার্নাররা। আর অজিদের এই জয় মেনে নিতে পারেনি ভারতীয় সমর্থকেরা।
গুয়াহাটির স্টেডিয়াম থেকে ম্যাচ শেষে টিম হোটেলে ফেরার সময় পথে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বহন করা টিম বাসে হামলা চালায় ভারতের সমর্থকরা। দলের পরাজয় মেনে নিতে না পেরে অস্ট্রেলিয়া দলকে বহন করা বাসের জানালায় পাথর ছুঁড়ে মারে। তবে এই ঘটনায় কোনো অজি ক্রিকেটার আহত হননি।
অজি ওপেনার অ্যারন ফিঞ্চ বাসের জানালা ভেঙে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি টুইটে এই ঘটনার বিবরণ দিয়ে একটি ছবিও পোস্ট করেছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর