সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ বাছাই পর্ব উতরিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে চার দল। আর প্লে-অফের মাধ্যমে একটি। এ অঞ্চলে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে পাঁচ ম্যাচ।
১০ দলের অংশ গ্রহণে সবগুলো ম্যাচই ছিল খুবই গুরুত্বপূর্ণ। জয়-পরাজয়ের হিসাব কষে সরাসরি বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে চারটি দল। দলগুলো হলো ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর প্লে-অফের অপেক্ষা থাকতে হচ্ছে চিলিকে।
গতরাতে লিওনেল মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
এদিকে বাছাই পর্বে ১৮ ম্যাচ খেলে ১২ জয়, ৫ ড্র ও ১ পরাজয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটির সংগ্রহ ছিল ৪১। তারপই ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। সমান সংখ্যক ম্যাচে ৯ জয় ৪ ড্র ও ৫ ম্যাচের পরাজয় নিয়ে বিশ্বকাপে উঠে উরুগুয়ে। আর ২৭ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে কলম্বো।
অন্যদিকে, প্লে-অফে ভাগ্য ঝুলে আছে পেরুর। বিশ্বকাপে যেতে তাদের খেলতে হবে প্লে-অফ ম্যাচ। ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পেরুর অবস্থান ৫-এ।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৭/আরাফাত