লিওনেল মেসিই বিশ্বে সবসময়ের সেরা ফুটবলার- এখন এ তর্ক সহজেই করা সম্ভব। এর বিরোধিতাও এখন বুঝে শুনে করতে হবে। মেসির হ্যাটট্রিটেই রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মেসি নিজেই একা বিশ্বকাপে দলকে টেনে নিয়ে এসেছেন।
এ পর্যায়ে এসে বিশ্বের খুব কম খেলোয়াড়ই এমন নৈপুণ্য দেখিয়েছেন। কুইটোতে যা হয়েছে এবং কোয়ালিফাই পর্বের পুরো সময়টাতে যা যা হয়েছে তা নিয়ে কখনই বিতর্ক চলে না। মেসির হ্যাটট্রিকেই ভর করেই ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সূত্র : ইনডিপেনডেন্ট
মেসির হ্যাটট্রিক:
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৭/ফারজানা