দুর্দান্ত ফর্মে রয়েছে মোজেস হেনরিকে। ঘরোয়া ক্রিকেটে সফল হওয়া এই ক্রিকেটারকে আরও একবার টেস্ট খেলার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন স্টিভ ওয়াহ। একই সঙ্গে স্টিভ ওয়া জানিয়ে দিলেন যে, বেন স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ড কিন্তু অসহায় বোধ করবে। এটাও মনে করি, স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডের পক্ষে অ্যাসেজ জেতা সম্ভব নয়।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, দেরি না করে আসন্ন অ্যাসেজ সিরিজেই হেনরিকেকে সুযোগ দেওয়া উচিত অলরাউন্ডার হিসেবে, ‘অস্ট্রেলিয়ার ৬ নম্বর জায়গাটার জন্য রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, মার্কাস স্টয়নিস। অ্যাসেজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগে এই ত্রয়ী শেফিল্ড শিল্ডে একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আমার মনে হয়, এই ত্রয়ীর ফর্ম দেখে নির্বাচকরা ৬ নম্বর জায়গার জন্য উপযুক্ত এক অলরাউন্ডারকে সুযোগ দিতে চাইবে।’
অস্ট্রেলিয়ার হয়ে ১৯ বছরে ১৬৮ টেস্ট খেলা স্টিভ ওয়াহ পরিষ্কার জানাচ্ছেন, ‘নির্বাচকদের উচিত হেনরিকেকে সুযোগ দেওয়া। ও শেষ টেস্ট ম্যাচ খেলেছে গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে। খুবই ভাল ক্রিকেটার ও। ঘরোয়া ক্রিকেটে যেভাবে ও পরিশ্রম করে নিজেকে ফিরে পেতে চাইছে, তাতে ওর একটা সুযোগ প্রাপ্য। কিন্তু আমি জানি, ৬ নম্বর জায়গার জন্য ম্যাক্সওয়েলের সঙ্গে স্টয়নিস এবং হেনরিকের প্রবল লড়াই হবে।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর