দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারী বাংলাদেশ। আর দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। ৬৩ রানের মধ্যেই খুইয়েছে ৪ উইকেট।
দলীয় ৬১ রানের মধ্যে ফিরে গেছেন দুই ওপেনার সৌম্য সরকার (৩) এবং ইমরুল কায়েস (২৭)। দুজনই ফ্র্যালিংকের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। তিন নম্বরে নেমে লিটন দাসও ৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান। সাব্বির ১৭ ও সাকিব ৩৯ রানে অপরাজিত আছেন।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাশের উপস্থিতি পাল্টে দিয়েছে টাইগারদের থিতিয়ে পড়া মনোভাব। তবে ইমরুল-সৌম্য সেই প্রমাণ রাখতে পারলেন না।
ওয়ানডে সিরিজ শুরুর আগে ওপেনিং জুটি নিয়ে হয়তো এবার ভাবতে হবে টিম ম্যানেজম্যান্টকে। এ ছাড়া প্রস্তুতি ম্যাচে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান, অল-রাউন্ডার নাসির হোসেন, পেসার সাইফ উদ্দিনরা।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে নেতৃত্ব দিচ্ছেন জেপি ডুমিনি। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, এইডেন মার্করাম এবং স্পিনার কেশব মহারাজ।
বিডিপ্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ই জাহান