অবিশ্বাস্য কিছু কীর্তি গড়ে ২০১৭ সাল শেষ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে উপহার দিলেন ৫৮ বলে ৫০ রানের ইনিংস। তবে এখানেই শেষ হচ্ছে না বিরাট মহিমার অধ্যায়।
চলতি বছরে তিন ফর্ম্যাটের ক্রিকেট মিলিয়ে ২৮১৮ রান করে ফেললেন তিনি। তবে ভারত অধিনায়ক সবচেয়ে বেশি তৃপ্ত টেস্টে বড় রান করতে পেরে। বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমার নিজের পছন্দ টেস্ট ম্যাচে রান করা। সমস্ত দিক থেকে বিচার করলে এর চেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ আর কিছু হতে পারে না। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটে বড় রান করাই দারুণ তৃপ্তির।’’
নতুন বছরের শুরুতেই রয়েছে কঠিন দক্ষিণ আফ্রিকা সফর। টানা ক্রিকেটের ধকল কাটাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলবেন না। তবে ডেল স্টেইনদের দেশে পা রাখার আগেই মানসিক প্রস্তুতি সেরে ফেলেছেন কোহলি।
তিনি বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে অন্যধরনের আবহাওয়ায় খেলতে হবে। তাই টেস্টে বড় রান করার বিশেষ একটা তৃপ্তি থেকেই যায়।’’
পাশাপাশি বিরাট জানিয়েছেন, ‘‘দলকে কীভাবে আরও বেশি সাফল্য দিতে পারি তা নিয়েই চিন্তা করি। এবং সেই ব্যাপারকে সর্বোচ্চ প্রাধান্য দিলে ক্লান্তি কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি করা রাখা দরকার।’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর