বিতর্ক অনেক রকমের হতে পারে। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চমদিনের খেলা চলছিল তখন। ইসিবির এক কর্মকর্তা সোস্যাল নেটওয়ার্কে এমন মন্তব্য করলেন যে, বিতর্কের জন্ম দিয়ে দিল সঙ্গে সঙ্গেই।
ক্লেয়ার কোনোর নামের ইংল্যান্ডের মহিলা ক্রিকেটের ডিরেক্টর এবং সাবেক অধিনায়ক ‘বিবিসি’ টেস্ট ম্যাচ স্পেশাল শুনছিলেন। শুনতে শুনতেই বিরক্ত হয়ে যান। টুইট করে বসেন জিওফ্রে বয়কট সম্পর্কে।
টুইটারে কোনোর লেখেন, ‘সবজান্তা, অহঙ্কারী বয়কট, সাতসকালে তার এই বিশ্লেষণ শোনা অসহ্য মনে হচ্ছে।’
এই টুইট করার সঙ্গে সঙ্গেই বিতর্কের ঢেউ ওঠে। বুঝতে পেরে পরে এই টুইট মুছে দেন কোনোর। ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘কোনোর ভুল করে এই লেখাটি টুইট করে ফেলেছিলেন।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর