দুই বছর নির্বাসিত থাকার পর আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। বুধবারই আইপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে, নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজিই পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে।
চেন্নাই ও রাজস্থান ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিল। তখন সেই দুই দলে যে ক্রিকেটাররা ছিলেন, তাদের মধ্যে পাঁচজনকে ধরে রাখতে পারবে দুই ফ্রাঞ্চাইজিই। যার ফলে ধোনির চেন্নাইয়ে ফেরা শুধু সময়ের অপেক্ষা।
বুধবার দিল্লিতে আইপিএলের গভর্নিং কাউন্সিল বৈঠকে বসেছিল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এর সঙ্গে। সেখানে প্লেয়ারদের ধরে রাখা থেকে শুরু করে নিলামের মূল্য নিয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে প্রতিটা ফ্রাঞ্চাইজি নিলামে সর্বোচ্চ ৮০ কোটি টাকা খরচ করতে পারবে।
আনক্যাপড ক্রিকেটারদের ক্ষেত্রে নিলামের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০ থেকে ৪০ লাখ টাকা। ক্যাপড প্লেয়ারদের ক্ষেত্রে অঙ্কটা ৫০ থেকে ৭৫ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর