স্প্যানিশ লা লিগায় রোনালদোর গোল খরা চললেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে দুর্দান্ত ফর্মে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তারই ধারাবাহিকতায় ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের এক আসরে গ্রুপ পর্বের ছয় ম্যাচেই বল জালে পাঠানোর অনন্য এক রেকর্ড গড়লেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে বরুসিয়া ডর্টুমন্ডের বিপক্ষে দ্বাদশ মিনিটে গোল করেন রোনালদো। কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে আরেকটি প্রথমে নাম লেখান চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
বরুসিয়ার বিপক্ষে প্রথম দেখায় রোনালদো করেছিলেন জোড়া গোল। চলতি আসরে আপোয়েল নিকোশিয়ার বিপক্ষে দুই ম্যাচেই করেন দুটি করে গোল। আর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই ম্যাচেই একবার করে বল জালে পাঠান রোনালদো।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ