উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে বেশ বিপাকেই পড়েছে চেলসি। নকআউট পর্বে চেলসির প্রতিপক্ষ হতে পারে তিনটি। আর সেই দলগুলো হল, বার্সেলোনা, পিএসজি ও বেসিকটাস। তবে প্রতিপক্ষকে নিয়ে মোটেও চিন্তিত নন চেলসির তারকা খেলোয়াড় এডেন হ্যাজার্ড।
চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড, 'আমরা চেলসি। সুতরাং, প্রতিপক্ষ কে হয় সেটি নিয়ে কোনো সমস্যা নেই। আমরা জানি পিএসজি এবং বার্সেলোনা অনেক ভালো দল। কিন্তু আমরাও শীর্ষ মানের দল। আমরা যেকোনো কিছুই করতে পারি।'
উল্লেখ্য, 'সি' গ্রুপ থেকে ১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় রোমা। সমান পয়েন্ট সত্ত্বেও গোল-ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় চেলসি। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও টটেনহ্যাম নিজ লিগের দল হওয়ায় বার্সেলোনা, পিএসজি কিংবা বেসিকটাসকে শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে পাবে চেলসি।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ