মাইকেল ফ্রেড ফেলপস। মার্কিন কিংবদন্তি সাঁতারু। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোররে তার জন্ম। যুক্তরাষ্ট্রের হয়ে মোট ২৮টি মেডেল জিতেছেন এ অলিম্পিক তারকা।
কিন্তু একসময় সেই ফেলপসও হতাশায় আক্রান্ত হয়েছিলেন। মানসিক উদ্বেগ তাকে ভেতরে ভেতরে ক্ষয় করতে থাকে। সেই উদ্বেগ–রোগে একসময় প্রচন্ড হতাশায় ভুগতেন ফেলপস।
আর এ হতাশার কথা ফেলপস নিজেই জানিয়েছেন। বলেছেন, ‘হ্যাঁ, একজন অলিম্পিয়ানও উদ্বেগে ভোগেন। আমার সঙ্গে একের পর এক ঘটনা ঘটছে, তখনও আমার মধ্যে একটাই প্রশ্ন কাজ করত। একটা উদ্বেগ কাজ করত। আমি যা, আমার সেটাই পছন্দ ছিল না। কেন আমি এরকম? এই উদ্বেগ তাড়া করত।’
ফেলপস নিজের জীবনের এই অধ্যায়ের কথা একটি তথ্যচিত্রে তুলে ধরেছেন। যে সমস্ত শিশু এই উদ্বেগ রোগে ভোগে, তাদের জীবনকে দিশা দেখাতেই তৈরি হচ্ছে এই বিশেষ তথ্যচিত্রটি। যেখানে ফেলপস নিজের জীবনের গল্প বলেছেন।  আশা ফেলপসের গল্প শুনে ছোটরা নিজেদের মনের জোর ফিরে পাবে।
বিডিপ্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        