আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় প্যারিসের আইফেল টাওয়ারে শুরু হবে ব্যালন ডি'অর-এর অনুষ্ঠান। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় সবার চেয়ে বেশি এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মাসে ফিফার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি।
ব্যালন ডি'অর জেতার লড়াইয়ে ফেরারিটদের তালিকায় দ্বিতীয় স্থানে আচেন লিওনেল মেসি। পিএসজি তারকা নেইমার আছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন জাতীয় ফুটবল থেকে সদ্য অবসর নেয়া জিয়ানলুইজি বুফন।
ফুটবল বোদ্ধাদের মতে রোনালদোর জেতার সম্ভাবনাই বেশি। এবছর ব্যালন ডি'অর জিতলে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকেও ছুয়ে ফেলবেন তিনি। মেসির দখলে আছে ৫টি ব্যালন ডি'অর। রোনালদোর চারটি। সূত্র : মিরর
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা