ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। হয়েছেন দু’বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। তবে দু’বছর ক্লাবহীন আছেন তিনি। তাই ২০১৮ সালে পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা আইকন।
এ ব্যাপারে এক প্রেস কনফারেন্সে রোনালদিনহো বলেন, ‘এই সুযোগ, আমি মনে করি পরবর্তী বছরে অফিসিয়ালি ফুটবলকে গুডবাই বলছি। আমি কিছু বিদায়ী ম্যাচ খেলতে পারি যেসব টিমের হয়ে খেলেছিলাম। এটা এমন কিছু যা নিয়ে আমাদের শিগগিরই চিন্তা করতে হবে।’
আরও যোগ করেন, ‘ফুটবল থেকে অবসরের পর আমি আমার মিউজিক্যাল প্রজেক্ট, আমার ফুটবল স্কুল নিয়ে সামনে এগোবো। এটা আমার কাছে নতুন কিছু, এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’
২০১৫ সালের সেপ্টেম্বরে মাত্র তিন মাসের মাথায় পারস্পরিক সমঝোতায় ফ্লুমিনেন্স ছাড়েন রোনালদিনহো। এরপর তাকে আর কোনো ক্লাবে দেখা যায়নি। এ বছরের শুরুতে তার এজেন্ট ইঙ্গিত দিয়েছিলেন অন্য আরেকটি পেশাদার ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছেন ২০০২ বিশ্বকাপ জয়ী। কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। বরং বিশ্বজুড়ে প্রদর্শনী ম্যাচ খেলে বেড়াচ্ছেন সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
বার্সার শুভেচ্ছাদূত এবার নিজেই নিশ্চিত করেছেন আগামী বছরই প্রফেশনাল ফুটবল অধ্যায়ের ইতি টানবেন যেটি শুরু করেছিলেন শৈশবের ক্লাব গ্রেমিওর হয়ে ১৯৯৮ সালে। ফুটবলের বাইরে ফোকাস রাখতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছেন।
বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        