আফগানিস্তানের উইকেট কিপার মহম্মদ শাহজাদকে ১২ মাসের জন্য নির্বাসিত করা হল। ডোপিংয়ের দায়ে বৃহস্পতিবার আইসিসি মহম্মদ শাহজাদকে নির্বাসিত ঘোষণা করল। আফগানিস্তানের হয়ে শাহজাদ ৫৮টি ওয়ানডে ও ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন।
জানুয়ারিতে দুবাইয়ে ২৯ বছরের এই উইকেট কিপারের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে তার নমুনায় ক্লেনবিউটেরল পাওয়া যায়। যেটা এক ধরনের নিষিদ্ধ ড্রাগ। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিষিদ্ধ তালিকায় রয়েছে এই ড্রাগ।
এই ধরনের ড্রাগ ব্যবহার করা হয় শ্বাস কষ্ট বা অ্যাস্থমা জনিত রোগে। যা প্রতিযোগিতার বাইরে রাখা হয়। যার ফলে শাহজাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, অসাবধানতাবশত এই নিষিদ্ধ ড্রাগ শাহজাদের ওজন কম করার ড্রাগের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছিল।
১৭ জানুয়ারি ২০১৭ থেকে তার নির্বাসন ধরা হলে তাকে নির্বাসিত থাকতে হবে ১৭ জানুয়ারি ২০১৮ পর্যন্ত। এই ঘটনা সব ক্রিকেটারদের জন্য সতর্কবার্তার মতই কাজ করবে। যাতে সকলেই কী খাচ্ছে বা তাদের শরীরে কী যাচ্ছে সেটার বিষয়ে অবগত থাকেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        