চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমে এখনও পর্যন্ত নয়টি গোল করে ফেলেছেন তিনি। কিন্তু রেকর্ডটা অন্য জায়গায়। গ্রুপ পর্বের সব ম্যাচেই অন্তত একটি করে গোল এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে।
বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচে গোল করার সঙ্গে সঙ্গেই সেই ইতিহাসে ঢুকে পড়লেন তিনি। গ্রুপ ‘এইচ’এর ম্যাচে খুব ভাল ফর্মে ছিল না রিয়াল মাদ্রিদ। যদিও নক-আউটে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ গ্রুপের দ্বিতীয় হয়ে।
৬ ম্যাচে করলেন ৯ গোল করেছেন রোনালদো। আর এই ম্যাচে গোল করার সঙ্গে সঙ্গে গ্রুপের সব ম্যাচে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন নজির গড়লেন রোনালদো। এই গোলের সঙ্গে নিজের নামের পাশে ১১৪টি চ্যাম্পিয়ন্স লিগ গোলও লিখে নিলেন তিনি।
এই মৌসুমে ১০টি লা লিগে ম্যাচে মাত্র ২ গোলই করতে পেরেছিলেন । চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ঘুরে দাঁড়ালেন তিনি। যদিও তার রেকর্ড মাদ্রিদকে গ্রুপের শীর্ষে নিয়ে যেতে পারেনি। সব মিলে গ্রুপ পর্বে সর্ব কালের সর্বোচ্চ গোলের তালিকায় লিওনেল মেসির সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে রোনালদো। দু’জনের গোল সংখ্যা ৬০। তার পর রয়েছেন ৪০টি গোল করে করিম বেঞ্জিমা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর