টেনিস তারকা সানিয়া মির্জা দুবাইয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন সবথেকে ‘হ্যান্ডসাম’ ক্রিকেটার হলেন তার স্বামী শোয়েব মালিক। কিন্তু তার পছন্দের ক্রিকেটার কে সেই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন তিনি। তবে সানিয়ার পছন্দের ক্রিকেটারের নাম জানা গেল এবার।
বুধবারেই সানিয়া নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে জবাব দিলেন সেই প্রশ্নের। ‘সানিয়াআনসারস’ নামের হ্যাশট্যাগ দিয়ে সানিয়া টুইটারে লাইভ এসেছিলেন। লাইভে এসে সানিয়া ধৈর্য সহকারে ভক্তদের সকল প্রশ্নের জবাব দেন।
সেখানেই সানিয়ার কাছে প্রশ্ন রাখা হয়, তার প্রিয় ক্রিকেটার কে? সেই ভক্ত অবশ্য সামান্য হালকা খোঁচা দিয়ে যোগ করেছিলেন, ‘‘অবশ্যই শোয়েব মালিককে ছাড়া।’’ অনেকেই ধরে নিয়েছিলেন, মহেন্দ্র সিং ধোনি অথবা বিরাট কোহলির নাম নেবেন সানিয়া।
তবে সকলকে অবাক করে সানিয়া বেছে নেন শচীন টেন্ডুলকরকে। ২৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাঁপিয়েছেন এই মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৬ হাজারের কাছাকাছি রান আছে তার নামের পাশে। শতরানের সংখ্যা ১০০টি। তাই ধোনি কিংবা কোহলি নন, শচীনকের কীর্তিকেই কুর্নিশ জানালেন ভারতের সেরা টেনিস তারকা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর