মাঠে প্রতিপক্ষের ১১ খেলোয়াড়কে একাই কুপোকাত করতে লিওনেল মেসির জুড়ি নেই। এ জন্য প্রতি বছর সেরা খেলোয়াড়দের শীর্ষে তার নাম থাকে। কিন্তু দুই বছরের ছেলে মাতেওকে সামলাতে হিমশিম খেতে হয় ৩০ বছরের মেসিকে।
সন্তানদের নিয়ে টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, তার বড় ছেলে থিয়োগো (৫) খুবই ভালো। ভালো ফুটবলও খেলে। কিন্তু ছোট মাতেও দুষ্টের শিরোমনি। শুধু দুষ্ট নয়, মেসির কাছে রীতিমতো 'আতঙ্কের' নাম মাতেও!
বার্সেলোনা সুপারস্টার বলেন, 'তারা একজন আরেকজনের বিপরীত। থিয়াগো সত্যিই খুব ভালো। কিন্তু অন্যটি (মাতেও) তার পুরোপুরি বিপরীত। মাতেও ভয়ঙ্কর। কিন্তু তাদের মধ্যে বিপরীতধর্মী স্বভাব দেখে সত্যিই ভালো লাগে। মাতেও ফুটবল খেলে, ভালোই হিট করে। কিন্তু সে এখনো ছোট।' সূত্র: দ্য সান
বিডি প্রতিদিন/৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা