ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকার শর্মার বিয়ে নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর ইতালির মিলান শহরে
সাতপাকে বাঁধা পড়তে চলেছে এ জুটি।
ভারত তো বটেই বিদেশি সংবাদমাধ্যমেও তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এই খবর চোখ এড়ায়নি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ক্রিকেট স্টেডিয়ামের কর্তৃপক্ষেরও। বিয়ের ভেনু পরিবর্তন করে ঐতিহাসিক অ্যাডিলেড ওভাল-এ বিয়ে করুন, বিরাট কোহলিকে এমন প্রস্তাব দিলেন আন্ড্রু ড্যানিয়েল।
সম্প্রতি অ্যাসেজের মেগা ম্যাচ আয়জনের আগে হাই প্রোফাইল বিয়ে আয়োজনের জন্য উৎসাহ দেখিয়েছেন অ্যাডিলেড ওভালের সিইও আন্ড্রু ড্যানিয়েল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিরাটকে কার্যত প্রলুব্ধ করেই অ্যান্ড্রু ড্যানিয়েলের প্রস্তাব, "ভারত অধিনায়ককে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতে পারব আমরা।"
বিরাট-অানুশকার বিয়ে আয়োজনের সুযোগ একেবারেই যে হাতছাড়া করতে চান না সেকথাও অকপটে জানিয়েছেন ড্যানিয়েল। অ্যাডিলেড ওভালের সিইও বলেন, "অ্যাডিলেড ওভালে বিরাট-অানুশকার বিয়ের আয়োজন করতে পারলে রোমাঞ্চিত হবো। ক্রিকেটের বাইরে এই ক্রীড়াঙ্গন সাক্ষী থাকবে বিরাটের জীবনের সুন্দর স্মৃতির।"
বিরাট-অানুশকা অ্যাডিলেড ওভালে বিয়ে করতে রাজি হলে, সেখানের ২৬ রকমের অনুষ্ঠান মঞ্চ এবং অস্ট্রেলিয়ান খাবারের আয়োজন করারও প্রস্তাব রেখেছেন ড্যানিয়েল। বিরাটের বিয়ের স্মৃতি অমর করে রাখার মতো প্রতিশ্রুতিও এসেছে ১৪৬ বছর পুরনো ঐতিহাসিক অ্যাডিলেডে ওভালের পক্ষ থেকে।
বিডিপ্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান